শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দলের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, সেই মান ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য।
সিমন্স বলেন, “শ্রীলঙ্কায় আমরা যে মানদণ্ড স্থাপন করেছি, সেটিই বজায় রাখতে চাই। প্রতিপক্ষ যেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে হালকাভাবে নেওয়া যায় না। যদি আমরা নিজেদের মানে খেলি, জয় আমাদের হবেই।”
তিনি আরও জানান, এশিয়া কাপ নিয়ে ভাবছেন না। “এখন আমাদের ফোকাস নেদারল্যান্ডস সিরিজে। প্রতিটি আন্তর্জাতিক সিরিজই সমান গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে, নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক, যিনি আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন, বলেন, “বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, তবে দুর্বলতাও আছে। আমরা আত্মবিশ্বাসী যে ভালো ক্রিকেট খেলতে পারব। বাংলাদেশ নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ, তবে আমরাও জিততে এসেছি।”